প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ

মতলবে দক্ষিণে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুইয়ার বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্র।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ ইং তারিখে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন ভুইয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তার দাখিল করা আবেদনের আলোকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একইসঙ্গে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে তাকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেতাকর্মী আশা প্রকাশ করেন, আনোয়ার হোসেন ভুইয়ার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় নেতৃবৃন্দের মতে, কেন্দ্রীয় বিএনপির এ সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আনোয়ার হোসেন ভুইয়া বলেন, “আমি পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দলীয় নীতি ও আদর্শ অনুসরণ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, দলের সকল নেতাকর্মীর সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল করাই তার প্রধান লক্ষ্য।