প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী।
শনিবার (২৪ জানুয়ারি) চরাঞ্চলের বাহেরচর ও বোরচর এলাকায় গণসংযোগকালে জানান, তিনি দীর্ঘদিন ধরে চলে আসা এপার-ওপারের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে আগ্রহী।
মুফতী সাকী বলেন, “চরাঞ্চলের মানুষ যুগের পর যুগে অবহেলিত। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে চরবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে কাজ করব।”
তিনি আরও জানান, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, বরং ইনসাফ ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। আমি হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে চরাঞ্চলের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং প্রার্থীর বক্তব্যকে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন।