প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ণ

জননেতা নুরুল হুদার নবম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসনের চারবারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং বিএনপির নির্বাহী কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ নুরুল হুদার নবম মৃত্যুবার্ষিকী আজ।

২০১৭ সালের ২৫ জানুয়ারি বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উইল কর্নেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুর পর কয়েক দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দীতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

নুরুল হুদা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি চাঁদপুর-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯১ সালে প্রথম ছয় মাস তথ্য প্রতিমন্ত্রী ও পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৫৪ সালে স্কুলে পড়াকালীন রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৬৯ সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮ বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরের ৪ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে বিএনপির মনোনয়নে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ প্রায় চার দশক তিনি মতলব অঞ্চলে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ছিলেন তৃণমূলভিত্তিক একজন জনপ্রিয় নেতা। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসায় তিনি জননেতায় পরিণত হন।

নেতৃত্বের বাইরে মানবিক রাজনীতির জন্যও তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সময়ের পরিবর্তনে অনেকেই তাঁকে ভুলে গেলেও আজও নুরুল হুদা মতলববাসীর স্মৃতিতে বেঁচে আছেন একজন সৎ, সাহসী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে।

মরহুম নুরুল হুদার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দীতে। তাঁর দুই পুত্র তানভীর হুদা ও সানভীর হুদা। বড় ছেলে তানভীর হুদা বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। চলমান জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তিনি বর্তমানে আইনি জটিলতায় পড়েছেন বলে জানা গেছে।

নবম মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন প্রয়াত এই বর্ষীয়ান নেতাকে।