প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীম প্রধানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার বিকেলে ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় অভিযান চালিয়ে শামীম প্রধানকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমির হোসেন প্রধানের ছেলে।
জানা যায়, তিনি সাবেক এমপি মায়া চৌধুরী গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও এলাকায় সন্ত্রাস ও মাদক কার্যক্রমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া গত ৫ আগস্টের আগের একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন “চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ যাচাই করে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।