প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | প্রিন্ট এর তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

মতলবে কৃষি জমির মাটি কাটায় ১ বছরের জেল

প্রতিবেদকঃ মাহফুজুর রহমান

মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমির মাটি কেটে বিক্রি ও অবৈধভাবে পুকুর খননের অপরাধে মজিবুর রহমান (৫৪) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপাদী গ্রামের লাল মিয়ার ছেলে মজিবুর রহমান দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন কৃষি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন এবং একই সঙ্গে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এতে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

সংবাদ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত মজিবুর রহমানকে আটক করে উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘনের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছিল।