
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে কে জয়ী হবে আর কে পরাজিত হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের সাধারণ ভোটাররাই।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন জানান, নির্বাচনী এলাকায় ঘুরে জনগণের সঙ্গে কথা বলে স্পষ্ট একটি চিত্র উঠে এসেছে। সাধারণ মানুষ ব্যাপকভাবে ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা প্রকাশ করছেন। এই বাস্তবতায় চাঁদপুর-২ আসনে বিএনপির পরাজয়ের আশঙ্কা দেখছেন না তিনি। তবে ভোটের ব্যবধান কত হবে, তা সম্পূর্ণভাবে ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর প্রতিই তার সম্মান রয়েছে। একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণ যেন ভয়ভীতি ও বাধা ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন, সেটিই সবার প্রত্যাশা হওয়া উচিত।
বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ সমাজকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। এর আলোকে মতলব অঞ্চলকে শিল্প, ব্যবসা ও পর্যটননির্ভর আধুনিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় শিক্ষিত যুবসমাজ অগ্রাধিকার পাবে।
বিগত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ড. জালাল উদ্দিন বলেন, মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল। দল রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণ নিরাপদ পরিবেশে মতপ্রকাশ ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবে। একই সঙ্গে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Sign in to your account