মাহফুজুর রহমান: শহর থেকে গ্রাম কিংবা গ্রাম থেকে শহর, দেশের স্বাস্থ্যসেবায় দিন দিন যুক্ত হচ্ছে নতুন মাত্রা। আর সময়ের সাথে তাল মিলিয়ে চাঁদপুরের মতলবের সর্বসাধারণের ভোগান্তি আর চিকিৎসাসেবা সহজ করতে এই প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ডায়বেটিক সমিতি নিয়ন্ত্রিত দেশের বিশেষায়িত চিকিৎসা ও গবেষণা কেন্দ্র বারডেমের মতলব উত্তর শাখা।
ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ও সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই ‘শৃঙ্খলাই জীবন, এই শ্লোগানে আত্নপ্রকাশ করতে যাচ্ছে ‘মতলব উত্তর ডায়বেটিক সমিতি।
উপজেলার বেশিরভাগ মানুষের নিয়মিত ও আজীবন বয়ে বেড়ানো এই রোগের রোগীদের ডাক্তার ফি সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের টেস্টে ৫০% ডিসকাউন্ট নেবার ঘোষনা দিয়েছে উদ্ধোধনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে চিকিৎসা সেবায় মতলবে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও জানিয়েছেন তারা।
আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে হাসপাতালের এক ছাতার নিচেই সব স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে মতলব উত্তরের ছেংগারচর বাজারের মহিন প্লাজার দোতালায় ইতিমধ্যে সব ধরনের প্রক্রিয়া শেষ করেছে প্রতিষ্ঠানটি।
বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ব্যতীক্রমী সব সুযোগ সুবিধার মাধ্যমে মতলবে নতুন দিগন্ত উন্মোচিত করে মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার প্রয়াস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের।