মাহফুজুর রহমান: চাঁদপুরের মতলব উত্তরজুড়ে ভ্রমনপিপাসু ও সর্বসাধারণের অন্যতম এক স্বস্তির স্থান মেঘনা নদীর পাড়।
মেঘনার তীর ঘেষা ছেংগারচর পৌরসভার ২ নং ওয়ার্ডকে সাঁজাতে এরইমধ্যে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে ছেংগারচর পৌরসভা।
এরই অংশ সিকিরচর প্রাথমিক বিদ্যালয়গামী সড়কে বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় ৩৮ লাখ টাকা ব্যায়ে রং তুলির আচড়ে নান্দনিক রুপে নির্মাণ করা হয়েছে দুই পাড়ের সংযোগ সেতু।
রোববার (৩০ জুন) বিকেলে ফিতা কেটে দৃষ্টিনন্দন এই ব্রিজের শুভ উদ্ধোধন করেন পৌর মেয়র আরিফ উল্যাহ সরকার।
পৌরসভার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফ। এসময় মিলাদ ও দোয়ার মাধ্যমে সকল বিপদ আপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন স্থানীয় এলাকাবাসী।

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কাউন্সিলর শাহজাহান মোল্লা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর হারিছ খান, ৪ নং ওয়ার্ড কাউন্সিল শাহজালাল মুফতী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্যাহ প্রধান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম অপু, ছেংগারচর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল সরকার, যুবলীগ নেতা মেহেদী হাসান, পৌর ছাত্রলীগ নেতা মির্জা মুন্না, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জনি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।