আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৪৪

গাজায় ইসরায়েলি হামলায় নারীসহ নিহত ১২

195 Views

ফিলিস্তিনের গাজা উপতক্যায় বর্বর ইসরায়েলের হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) ভোর থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা নিহত হন। খবর আল-জাজিরার। 

এর মধ্যে খান ইউনিসে তাঁবুতে বোমা হামলায় ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় শহর মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় আরও চারজন নিহত হন। এ ছাড়া, কেন্দ্রীয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই নারী নিহত হয়েছেন।

আল-জাজিরা আরবির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত তাঁবুগুলোতে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে একটি রাজধানী সানার ঘনবসতিপূর্ণ এলাকা। এতে অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ