আজ সোমবার

১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:২২

মতলব উত্তরে ৩৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ শুরু

128 Views

সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি; এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা খাদ্যগুদামে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় ও সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা খাদ্য গুদামের মাধ্যমে ৬৮১ মেট্টিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪ শ’ ৪০ টাকা মণ দরে ধান ক্রয় ও সংগ্রহ অভিযান চলবে।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মতলব উত্তর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক প্রমুখ ৷

এ বছর কৃষকের অ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন। ধান সংগ্রহ করা এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

তিনি আরো জানান, মতলব উত্তর উপজেলায় শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ