আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:০২

নারায়ণপুর মাঠে চ্যাম্পিয়ন ‘শেখ ফাউন্ডেশন’

211 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে সিজন ১ এর তৃতীয় ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরী হয়। টুর্নামেন্টে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব (SFSC) তাদের প্রতিপক্ষ কাজিয়ারা স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা। প্রথমার্ধে কাজিয়ারা দল এগিয়ে গেলেও শেখ ফাউন্ডেশন দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। খেলার শেষ মুহূর্তে করা জয়সূচক গোলটি পুরো মাঠকে করে তোলে বিস্ময়ে বিমুগ্ধ।

খেলায় আশপাশের প্রায় দশটি গ্রামের হাজারো দর্শক শিশু, যুবক, বৃদ্ধ—সবাই একত্র হয়ে গর্জে উঠেন করতালির শব্দে। খেলা পরিণত হয় এক বৃহৎ সামাজিক মিলনমেলায়।

শেখ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকেই তারা স্থানীয় ক্রীড়া ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে আরও উন্নত আয়োজন ও অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ