আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৪১

মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

259 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলায় নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুশিক্ষায় আলোকিত ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা খেলোয়াড়দের আগামী ধাপে জেলা পর্যায়ে নির্বাচিত করা হবে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সুধীজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ