আজ রবিবার

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:৪০

বিকেএসপিতে পৌছাল মতলবের ক্ষুদে ফুটবলার সোহান

556 Views

দেশের ক্রীড়া প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে পৌঁছেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উদীয়মান ক্ষুদে ফুটবলার সোহান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২ টায় সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপি কেন্দ্রে পৌছায় সোহান। এদিন ভোরে উপজেলার সাড়ে পাঁচানী গ্রাম থেকে বাবা সোহেল প্রধানিয়ার সঙ্গে রাজধানীর পথে রওনা হন তিনি। তার এই অগ্রযাত্রাকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা এবং গর্বের আবহ।

সোহানের সঙ্গে থাকা ক্রীড়া সংগঠক জুয়েল মুক্তি ও ধারাভাষ্যকার সাকিবুল হাসান সাব্বির জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস)–এর আহ্বানে বিকেএসপিতে পৌঁছেছেন তারা। সেখানে সম্পন্ন হবে তার ভর্তি কার্যক্রম।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, “সোহান আমাদের উপজেলার এক বিরল প্রতিভা। বয়স কম হলেও তার ফুটবল দক্ষতা সবাইকে বিস্মিত করেছে। বিকেএসপিতে ভর্তির সুযোগ শুধু তার পরিবারের জন্য নয়, আমাদের উপজেলার ক্রীড়া অঙ্গনের জন্যও বড় অর্জন।”

তিনি আরও বলেন, “সোহান আমাদের গর্ব। সবাই তার জন্য দোয়া করবেন—সে যেন বড় ফুটবলার হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।”

স্থানীয় ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা সোহানের এই যাত্রাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের আশা, অদূর ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উঁচু করে ধরবে মতলবের এই ক্ষুদে ‘মেসি’। অন্যদিকে, এলাকাবাসীও সোহানের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

কয়েক মাস আগে অসাধারণ ড্রিবলিং দক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসে সোহান। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে বহু ফুটবলপ্রেমী তাকে ‘মেসি জুনিয়র’ হিসেবে আখ্যা দেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সোহানের প্রতিভায় মুগ্ধ হয়ে ঘোষণা দেন বিকেএসপিতে স্কলারশিপের। এর আগে সোহানের বাড়িতে গিয়ে তাকে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এরপর তার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ