আজ বুধবার

১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:৫৯

মতলব উত্তরে জমি দখলকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা

218 Views

চাঁদপুরের মতলব উত্তরে জমি দখলকে কেন্দ্র করে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল পাঁচটায় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সংখ্যালঘুদের জমি জোরপূর্বক দখলের খবরে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আল আমিন পারভেজ ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামানকে বাঁধা প্রদান, হেনস্থা ও মারধর করা হয়। এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়।

আলামিন পারভেজ বলেন, আমি সংখ্যালঘুদের জায়গা দখল করছে এবং তারা নির্যাতিত হচ্ছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যখন ভিডিও করতে যাই সেই সময় বেশ কয়েকজন আমাকে ভিডিও ধারণ করতে বাধা দেন এবং অকথ্য গালিগালাজ করার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন ছুটে আসলে তারা সেখান থেকে চলে যান।

সংবাদকর্মী দেওয়ান মুরাদুজ্জামান জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব।
সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তাদের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আমরা সংবাদ সংগ্রহে গেলে আমাদের হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। মতলবে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ