আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:১৫

মতলব উত্তরে আসছেন ছারছীনার পীর সাহেব

379 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

আগামী ১৮ নভেম্বর, মঙ্গলবার, মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন দক্ষিণ পাশের দীনিয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা, আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি. আ.)।

মাহফিল এন্তেজামিয়া কমিটি জানিয়েছে—এই মহামানব, মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের পাশেই কিছুক্ষণ অবস্থান করে ইহকাল ও পরকালীন মুক্তির দিক-নির্দেশনা লাভের সুযোগ মিলবে। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি দাওয়াত জানানো হয়েছে।

উল্লেখ্য, ছারছীনা দরবার শরীফ উপমহাদেশের শত বছরের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবারগুলোর একটি। দরবারের প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ শূফী নেছারুদ্দীন আহমদ (রহ.), যিনি তাঁর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক (রহ.) এর ছোবরা থেকে আধ্যাত্মিক ইলম অর্জন করে ছারছীনা কেন্দ্রিক বাংলাদেশব্যাপী দ্বীন কায়েমের আন্দোলন শুরু করেন।

তারপর থেকে পরপর তিন মহান ওলীর অক্লান্ত প্রচেষ্টা, ত্যাগ ও দাওয়াতি কাজে গোটা দেশে জন্ম হয়েছে লক্ষ ওলী, অসংখ্য হক্কানী আলেম, নির্মিত হয়েছে হাজারো মসজিদ-মাদ্রাসা। ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠায় ছারছীনা দরবার শরীফের অবদান অপরিসীম ও অনন্য। মাহফিল উপলক্ষে পুরো এলাকায় ধর্মীয় আবহ ও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ