আজ শনিবার

৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৩১

দুর্গাপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

523 Views

ঘাতক অটোরিকশা মায়ের চোখের সামনে থেকে ছিনিয়ে নিল তার আদরের ছেলেকে। মাত্র ৩ বছর বয়সী শিশু জিহাদের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ মতলব উত্তর উপজেলার দুর্গাপুর এলাকা।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর কাজী বাড়ি এলাকায় ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা। শিশুটি তার মামার বাড়ির পাশে রাস্তায় খেলছিল। হঠাৎ দৌড়ে রাস্তায় উঠতেই একটি দ্রুতগতির অজ্ঞাত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

জিহাদের মা আমেনা বেগম চিৎকার করে ছুটে আসলেও কিছুই করতে পারেননি। পরিবারের লোকজন শিশুটিকে তাৎক্ষণিকভাবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। শিশুটি ছিল পরিবারের সবার আদরের।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্ত করা যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘাতক চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্রামীণ সড়কে অপ্রশিক্ষিত ও বেপরোয়া অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি না থাকায় জীবন ঝুঁকিতে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবাই।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ