আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:০৮

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় ষাটনল গ্রামের ইমনের মৃত্যু

1515 Views

রাজধানীর সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন মতলব উত্তরের ইমন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত ইমন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামের বাসিন্দা এবং হযরত মাওলানা ইসহাক মাষ্টারের বড় ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেলযোগে চলাচলের সময় ইমন দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমনের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছালে পূর্ব ষাটনল এলাকায় শোকের মাতম শুরু হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনরা শোকাহত পরিবারের খোঁজখবর নিতে বাড়িতে ভিড় করেন। শান্ত স্বভাবের ও ভদ্র একজন তরুণ হিসেবে এলাকায় ইমনের পরিচিতি ছিল বলে জানান স্থানীয়রা।

এ দুর্ঘটনায় পরিবারে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা। শোকাহত পিতা মাওলানা ইসহাক মাষ্টার ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আল্লাহ তায়ালা যেন মরহুম ইমনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন। এ কামনাই সবার।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ