আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৯:৫৪

মতলব উত্তরে বেদে পরিবারের অত্যাচারে মানববন্ধন

117 Views

চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ গালিমখাঁ গ্রামে সরকারি জমিতে বসতি স্থাপণ করা বেদে পরিবারের অত্যাচার, ভূমি দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গালিমখাঁ আঞ্চলিক মহাসড়কে ওই বেদে পারিবারের বিভিন্ন জেলায় দেয়া মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে তাদের উচ্ছেদের দাবীতে মানববন্ধন করেন স্থানীয়রা।

এসময় বক্তারা বলেন, গত ১০-১৫ বছর আগে ওই বেদে পরিবারটি ধনোগোদা নদীতে নৌকায় বসবাস করতো। পরে তারা সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেছে। বর্তমানে অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে দক্ষিণ গালিমখাঁ গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করছে তারা

বক্তারা আরও অভিযোগ করে জানায়, স্থানীয় ফিসারির মাছ থেকে শুরু করে বসতবাড়ির নানান জিনিসপত্র সুযোগ পেলেই লুট করে তারা। এসবের প্রতিবাদ করতে গিয়ে এ পর্যন্ত ৮-১০ জনের নামে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়েছে দখলবাজ ওই বেদে পরিবারটি। তাদের মারমুখী হিংস্র আচরণে বর্তমানে কোন উপায়ন্তর না পেয়ে প্রশাসনের কাছে অভিযোগের মাধ্যমে আইনগতভাবে উচ্ছেদের জোড় দাবী জানান তারা

মানববন্ধনে বক্তব্য দেন, ফজলুল হক খান, মোঃ নান্নু খান, সাইফুল ইসলাম মিয়াজী, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুছ, সুমন খান, মোজাম্মেল হক, আবু সাইদ খান, রাশিদা বেগম ও মমতাজ বেগম প্রমুখ। এসময় এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ