আজ সোমবার

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ২:২০

মতলবে মোটরসাইকেল চাপায় পথচারী বৃদ্ধ নিহত

308 Views

চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। তবে এবার দুরপল্লার যাত্রীবাহী বাসের সাথে নয়,মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামক পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী-স্ত্রী, তার শিশু সন্তান।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী শিপন খান জানান,ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর এলাকায় মুদী দোকানে বসে চা খেয়ে রাস্তা পারাপারের সময় ফরিদগঞ্জ থেকে আাসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পথচারী বৃদ্ধ লোকটি ছিটকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আহত হয়।

এদিকে মোটরসাইকেল আরোহী ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের রহিম কাজীর ছেলে রাজু আহমেদ (৪৫) তার স্ত্রী, শিশু সন্তানও গুরুতর আহত হন।স্থানীয় এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ ওয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ ও তার স্ত্রী সন্তানের অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য,মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে গত একমাসের ব্যবধানে ৫ টি ভায়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ