আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:০৭

মতলবে নড়েচড়ে বসল প্রশাসন, জৈনপুর বাসে জরিমানা

99 Views

চাঁদপুরের মতলব–ঢাকা সড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক যানবাহনের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও জব্দের ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে চারটি যাত্রীবাহী বাস ও দুটি মোটরসাইকেল চালককে মোট ৩২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

জানা যায়, মতলব–ঢাকা সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহনের চারটি বাসে ফিটনেস সনদ না থাকা এবং অদক্ষ চালক দিয়ে গাড়ি পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এর আগে সোমবার দুপুরে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মতলব–গৌরীপুর সড়কের নাগদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ওই দুর্ঘটনায় বাসে থাকা যাত্রী ইয়াসমিন আক্তার (২৪) মারা যান এবং গুরুতর আহত হন অন্তত ১৭ জন যাত্রী।

গত কয়েক মাস ধরেই মতলব–ঢাকা ও মতলব–গৌরীপুর সড়কে একাধিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং চালক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সোমবারের প্রাণহানির পর স্থানীয়দের দাবি, জরিমানার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ