আজ শনিবার

৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৫৩

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: তানভীর হুদা

692 Views

চাঁদপুর জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় দিন ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থান।

আজ সেই ঘটনার এক বছর পূর্ণ হলো, যেদিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকার পালাতে বাধ্য হয়। আজকের বিজয় মিছিলেই প্রমাণ হয়েছে, হাজার হাজার মানুষ এখনও সেই বিজয়ের আনন্দে উজ্জীবিত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিজয় মিছিল শেষে সাংবাদিকের প্রশ্নে জবাবে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার এক বছর হলেও আমাদের আন্দোলন ও দায়িত্ব শেষ হয়নি। এখন সময় এসেছে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের। বিএনপি যখন জনগণের ভোটে ক্ষমতায় আসবে, তখন দেশ গড়ার এবং দেশ সংস্কারের কাজ আমরা সবাই মিলে করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ছেংগারচর পৌর এলাকার ঠাকুরচর মোড় থেকে এই বিজয় মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

বিজয় মিছিলে মতলব উত্তর উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড বহন করেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। মিছিলে ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল এ দেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল। আজ সেই গৌরবময় বিজয়ের এক বছর পূর্তি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মতলব উত্তরের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ