আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে সংসদ সদস্য পদে লড়তে চান তরুণ ব্যবসায়ী ফয়জুন্নুর রাসেল। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় পেশাজীবী ঐক্যের সদস্য হিসেবে ইতিমধ্যে এনসিপি’র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।
ফয়জুন্নুর রাসেল নূরাণী ইন্টেরিয়র ও নূরাণী রেডিও’র কর্নধার। তার বাড়ি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামে। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাথেও জড়িত। ব্যবসার পাশাপাশি নিজস্ব অনলাইন গণমাধ্যম সহ দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। করোনা মহামারির সময়ে বিশ্ব যখন স্তব্ধ , সেই কঠিন মুহুর্তে তিনি চাঁদপুর ২ আসনের দরিদ্র জনগোষ্ঠির কাছে নিজ অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণে এগিয়ে গিয়েছেন রাসেল।
বিভিন্ন পরিস্থিতিতে তার জনসম্পৃক্ততা ছিলো আলোচনার বিষয়বস্তু। ফয়জুন্নুর রাসেল দলীয় প্রার্থী হিসেবে মনোনিত হলে জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে চাঁদপুর ২ আসন থেকে ভোটের মাঠে লড়তে চান বলে জানিয়েছেন।
এদিকে এ পর্যন্ত চাঁদপুর ২ আসন থেকে সর্বমোট ৩ জন জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।