চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন ওসমান হাদীকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা শহীদ করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার বিচার না হওয়ায় ব্যর্থ ও অর্বাচীন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় ছেঙ্গারচর সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আধিপত্যবাদবিরোধী ছাত্র ঐক্য, মতলব উত্তর উপজেলা শাখা। বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে আয়োজকদের পক্ষ থেকে ওসমান হাদীর শাহাদাতের সুষ্ঠু তদন্ত ও খুনীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করা হয়।
এসময় ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতা বি এম মাহফুজ হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাহবুব সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. হাসান মাহমুদ সুমন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আব্দুর রহমান মুন্না, ছাত্র অধিকার পরিষদের পৌর সভাপতি মোঃ সাদ সরকার,উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ শাহ ইমরান, ছেংগারচর পৌর ছাত্রদল নেতা মোঃ ইমন মোল্লাসহ স্থানীয় ছাত্রনেতারা অংশগ্রহণ করেন এবং প্রতিবাদী নানান বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, “ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যার মাধ্যমে সেই কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ রাজপথেই জবাব দেবে।”
তারা আরও বলেন, অবিলম্বে খুনীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এদিকে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এ ঘটনার এলাকাজুড়ে তীব্র আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে।