আজ মঙ্গলবার

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৫:১৮

যুবদল নেতার ভিডিও ভাইরাল, আংশিক দেখিয়ে ভুল ব্যাখার দাবি

223 Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ১৬ সেকেন্ডের ভিডিও ফুটেজকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে।

গত ২১ ডিসেম্বর রাত থেকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজীকে বলতে শোনা যায় “আমাদের ওয়ার্ড হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড, ধানের শীষের বাইরে গেলে কারো বাকলা রাখব না।”

ভিডিওটি বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় ধারণ করা হয় বলে জানা গেছে।

তবে ভিডিওটি বিভ্রান্তিমূলকভাবে প্রচার করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান গাজী বলেন, তার বক্তব্যের আংশিক অংশ কেটে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, ধানের শীষের বাইরে কোনো বিকল্প চিন্তা না করার রাজনৈতিক বক্তব্যকে ভিন্ন অর্থে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিও দেখে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তার বক্তব্যের প্রতি সংহতি জানান চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম তপাদার, সাধারণ সম্পাদক মো. ইকবাল মোল্লা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান মাহমুদ সুমন, ইউনিয়ন যুব আন্দোলনের সহ-সভাপতি জয় মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু জানান, বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ