আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ২:২২

চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড.জালালকে শোকজ

1471 Views

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কমিটির দায়িত্বরত সিভিল জজের মাধ্যমে এই নোটিশ জারি করা হয়।

নোটিশ সূত্রে জানা যায়, মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মতলব উত্তর উপজেলা বিএনপি’ নামের একটি গ্রুপে আলমগীর সরকার নামের একটি আইডি থেকে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’—এমন লেখা, প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। বিষয়টি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।

কমিটি মনে করছে, নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচারণা নির্বাচনি আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।

এ অবস্থায় মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না—তা জানাতে আগামী ২০ জানুয়ারি সকাল ১০টায় কমিটির অস্থায়ী কার্যালয় তথা সিভিল জজ আদালতে উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ