আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১১

গণভোটে ‘না’ ভোটে দেশ রক্ষা সম্ভব: জাতীয় পার্টি প্রার্থী

194 Views

আসন্ন গণভোটে ‘না’ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়েই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমরান হোসেন মিয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাঁদপুর-২ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় মতলব উত্তরে সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন এমরান হোসেন মিয়া। এরপর বেলা ১১টায় সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সোলেমান লেংটার (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় এমরান হোসেন মিয়া বলেন, মতলব অঞ্চলের অধিকাংশ দৃশ্যমান উন্নয়ন জাতীয় পার্টির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প জাতীয় পার্টির উন্নয়ন দর্শনের একটি অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, এখনো এলাকায় বহু গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ অসমাপ্ত রয়ে গেছে। এসব কাজ সম্পন্ন করতে জনগণের সমর্থন ও নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ প্রয়োজন।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখনো সব প্রার্থী সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না। সাধারণ মানুষ যেন ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এসময় তিনি সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ