আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:০৭

মতলব উত্তরে পরিত্যক্ত ভবনে পাঠদান, ঝুঁকিতে দুই শতাধিক শিশু

158 Views

বছরের শুরুতে নতুন বইয়ের আনন্দ নিয়ে বিদ্যালয়ে আসলেও শ্রেণিকক্ষে পা রাখতেই আতঙ্ক গ্রাস করছে কোমলমতি শিক্ষার্থীদের।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ২০২২ সালেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ফলে দুই শতাধিক খুদে শিক্ষার্থী প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের বিভিন্ন অংশে ফাটল, দেয়াল ক্ষয়ে যাওয়াসহ যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। এতে অভিভাবকদের মধ্যেও চরম উদ্বেগ বিরাজ করছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী অস্থায়ী বিকল্প ব্যবস্থা না করে পরিত্যক্ত ভবনে পাঠদান চালিয়ে যাওয়াকে চরম হতাশাজনক বলে মন্তব্য করেন। তিনি দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আনিসুর রহমান বলেন, “আমাদের একাডেমিক ভবনটি গত তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বারবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ মোল্লা (চলতি দায়িত্ব) জানান, নতুন ভবন নির্মাণের জন্য সম্ভবত চাহিদা পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে বর্তমান অবস্থার অগ্রগতি দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “নতুন ভবনের জন্য অপেক্ষা না করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প স্থানে ক্লাস নেওয়ার ব্যবস্থা দ্রুতই করা হবে।”

এলাকাবাসীর দাবি, যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ