আজ শুক্রবার

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৫২

মতলব উত্তরে ‘নদী বাঁচানোর’ ডাকে প্রথম ম্যারাথন আজ

114 Views

চাঁদপুরের মতলব উত্তরে ‘নদী বাঁচানোর’ আন্দোলনের ডাক দিয়েছে ‘মতলব ফিটনেস ক্লাব’।

এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৮) সকাল ৭টায় “Run For River: নদীর জন্য দৌড়” এই শ্লোগানে উপজেলায় এই প্রথম ম্যারাথনের আয়োজন করছে তারা।

“নদী বাঁচলে, বাচবে মতলব” এই শ্লোগানকে ধারণ করে ছেংগারচর সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন শুরু হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৬:১০ টায় Run For River: নদীর জন্য দৌড় ম্যারাথনের জন্য শিক্ষার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত হবেন।

তাদের, রিপোর্টিং টাইম: সকাল ৬:১০, ওয়ার্ম আপ/হালকা প্রস্তুতি: সকাল ৬:৩৫ এবং ম্যারাথন শুরু হবে সকাল ৬:৪৫ মিনিটে।

তারা জানায়, ইভেন্টে ৫০ জন শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা এতে অংশগ্রহণ করে নদী সংরক্ষণ ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দেবেন। স্থানীয় নদী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং স্কুল সম্প্রদায়ের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলাও হবে এই কর্মসূচীর অন্যতম উদ্দেশ্য। ম্যারাথনের দৌড়পথে হাইড্রেশন পয়েন্ট, এনার্জি ড্রিঙ্ক, শুষ্ক খাবার ও প্রাথমিক চিকিৎসাসক ইত্যাদির ব্যবস্থাও রাখা হয়েছে। ইভেন্টটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, সম্প্রদায় সংযুক্তি এবং নদী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ