আজ মঙ্গলবার

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩রা রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১০

মতলবে ‘রান ফর হাদী’, তরুণদের প্রতিবাদী দৌড়

138 Views

শহীদ ওসমান হাদীর স্মরণে চাঁদপুরের মতলব উত্তরে ন্যায়, প্রতিবাদ ও সচেতনতার বার্তা নিয়ে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘রান ফর হাদী’।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে এই দৌড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, ‘রান ফর হাদী’ শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়, এটি আদর্শ, প্রতিবাদ ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। দৌড়ের মাধ্যমে তরুণরা হাদীর চিন্তা ও সংগ্রামের পথকে স্মরণ করার পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁকে হত্যার মাধ্যমে সেই কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। এসময় ওসমান হাদীর শাহাদাতের সুষ্ঠু তদন্ত ও খুনীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তারা বলেন, ওসমান হাদী ছিলেন প্রতিবাদী চেতনার এক উজ্জ্বল নাম। তাঁর স্মরণে রাজপথে দৌড় মানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আগামীর বাংলাদেশকে মানবিক ও ন্যায়নিষ্ঠ পথে এগিয়ে নেওয়ার শপথ।

অনুষ্ঠানজুড়ে বিভিন্ন স্লোগানে হাদীর আদর্শ, তরুণদের ভূমিকা এবং ন্যায়ের দাবি তুলে ধরা হয়। এসময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন এই কর্মসূচিতে পথচারী ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ