চাঁদপুরের মতলব উপজেলায় মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ঘাশিরচর সর্বসেবা সংগঠন তাদের প্রতিষ্ঠার প্রায় এক যুগ পূর্ণ করেছে।
দীর্ঘ বছর ধরে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে সংগঠনটি স্থানীয়ভাবে আস্থা ও সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গ্রামের সার্বিক উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। শিক্ষা সহায়তা প্রদান, দুঃস্থদের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজনসহ নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছে সংগঠনটি।
এক যুগে পদার্পণ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাশেম প্রধান বলেন, “মানুষের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবতার সেবাই আমাদের পথচলার প্রেরণা।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়াজী বলেন, “সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
ভারপ্রাপ্ত সভাপতি সজীব মিয়াজী পিন্টু বলেন,
“দাতা, সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের শক্তি। আগামীতেও ঘাশিরচর সর্বসেবা সংগঠন মানবতার সেবায় কাজ করে যাবে।”
এক যুগ পূর্তির এই আনন্দঘন ক্ষণে সংগঠনের নেতৃবৃন্দ ঘাশিরচর এলাকার উন্নয়ন, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।