আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৪৯

৪৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

554 Views

চাঁদপুরের মতলব উত্তরে ৪৬৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে মতলব উত্তর থানা পুলিশের থানার এসআই মো. দেলোয়ার হোসেন, সঙ্গীয় অফিসার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সিপাইকান্দি এলাকার টোল প্লাজা সংলগ্ন গোল চত্বর থেকে ৪৬৫ ইয়াবা ট্যাবলেট সহ মো. মাইন উদ্দিন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মাইন উদ্দিন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাস্থবী ইউনিয়নের চাঁনপুর (ভূঁইয়া বাড়ি) গ্রামের মৃত মহিম আলীর ছেলে। অপরদিকে পলাতক আসামির নাম মো. শরীফ (৩৫), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (সালদা নদী রেলস্টেশন সংলগ্ন প্রধান বাড়ি) গ্রামের আবু তাহেরের ছেলে।

গ্রেফতারের সময় মাইন উদ্দিন ও শরীফের হেফাজত থেকে মোট ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪৬.৫ গ্রাম, অনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে একজনকে গ্রেপ্তার ও একজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন। পলাতক আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ