আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:১৪

মতলব উত্তরে সমন্বয় করে শ্রমিকদলের কমিটি পুনর্গঠনের নির্দেশ

244 Views

চাঁদপুর জেলা ও নবগঠিত মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক দল। এসময় সকল পক্ষের সমন্বয়ে উপজেলা কমিটির কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়

গত ২৫ জুন কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক রেজুলেশন পত্রে এ তথ্য জানানো হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় সমসাময়িক শ্রমিক রাজনীতি, বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা ও বর্তমান পেক্ষাপটে শ্রমিক দলের অবস্থান নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কমিটির নেতা নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হাই দুলাল, মাহবুবুর রহমান সৈয়াল ও কাজী বাবু।

সভায় উপস্থিত সকলের খোলামেলা আলোচনার পর চাঁদপুর জেলার সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ও মতলব উত্তর উপজেলা কমিটিতে সকল পক্ষের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৃ

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ