আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:২২

মতলবে ‘ফ্যাসিস্ট সহযোগী’ লিখে এনসিপির কমিটি থেকে পদত্যাগ

289 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয় গত রোববার রাতে। এরপরেই ওই কমিটির প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন।

গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁদপুর ফেসবুক গ্রুপে লিখে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।এতে তিনি প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিনকে ‘জাতীয় পার্টির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সহযোগী’ বলে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, কোনো ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেচে দিতে পারি না।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করার কথা জানানো হয়। ২০ সদস্যের ওই কমিটিতে ডিএম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন জানান, জাতীয় পার্টি থেকে তিনি অনেক আগে পদত্যাগ করেছেন। ফ্যাসিস্টের কোনো সহযোগির সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে যুগ্ম সমন্বয়কারীর হেলাল উদ্দিনের ভুল বোঝাবুঝির কারণে তিনি পদত্যাগ করেছেন। পরে সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ