আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:১০

টিকটকে প্রেম, কাবিনের টাকা চাওয়ায় স্ত্রীকে হত্যা

119 Views

চাঁদপুরের মতলব দক্ষিণে আলোচিত ফাতেমা বেগম রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামি নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম রুপালীর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ও নানা সোর্স ব্যবহার করে টানা ১৩ দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল আসামি মো. জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গত ১১ জুলাই নিহতের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জামাল গাজী স্বীকার করেন ১১ মাস আগে টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির প্রেম হয় এবং পরে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। পাশাপাশি দুইজনের বহুবিবাহের তথ্য উন্মোচন হওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

এসপি জানান, স্ত্রী রুপালি স্বামীকে কাবিনের টাকা পরিশোধ করতে বলেন। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে রাতে পরিকল্পিতভাবে স্ত্রীকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে আরও কুপিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান জামাল গাজী।

প্রেস বিফ্রিং শেষে রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করায় মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ