আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:০৭

মতলব দক্ষিণে ১৩ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

100 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এসইডিপি স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ জুলাই (মঙ্গলবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের ২০২২-২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,জীবনে বড় কিছু হতে হলে একটি লক্ষবস্তু নিয়ে এগুতে হয়।তাহলেই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি আরো বলেন, হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স ভালো নয়। আত্মবিশ্বাস আপনাকে কাজ করতে উৎসাহিত করে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল পথে চালিত করতে পারে।

অন্যদিকে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে, অন্যদের কথা শুনতে অনীহা প্রকাশ করতে পারে এবং বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে ব্যর্থ হতে পারে।উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন, তাহলে আত্মবিশ্বাসের সাথে কাজটি শুরু করা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি সবকিছু জানেন এবং অন্য কারো পরামর্শ বা সাহায্য প্রয়োজন নেই, তবে এটি অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স হতে পারে।

অতএব, আত্মবিশ্বাসের সাথে কাজ করা উচিত, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস পরিহার করা উচিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগাও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ( ভারপ্রাপ্ত) মোঃ শাহজালাল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহ আলম, শিক্ষার্থী আফরিন আক্তার ও মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব জগবন্ধু বিশ্বনাথ তরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমরান হোসেন খান।

অনুষ্ঠানে ২০২২-২৩ সালের মাধ্যমিক পর্যায়ের ( এসএসসি) ১১ জন ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের ১৩ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ