আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:০৪

মতলবে জৈনপুর এক্সপ্রেস খাদে, আহত অন্তত ১২

243 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিযন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে ওই বাসে থাকা ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মতলব – গৌরীপুর সড়কের ঘিলাতলী এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক সোয়া এগারটায় বাবুরহাট থেকে জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ১১-৪০১৪) নামক যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়।দুপুর আনুমানিক ১২ টায় ঘিলাতলী সাইনবোর্ড এর পশ্চিম দিকে খালেক ডাক্তারের বাড়ীর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাসটি সড়কের উত্তর পার্শ্বে খাদে উল্টে পড়ে যায়।

বাসে থাকা যাত্রীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে বাসটির গ্লাস ভেঙে ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন।উদ্ধারকারীরা অভিযোগ করে বলেন,বাসটি উল্টে খাদে পড়ে যাওয়ার সাথে সাথে চালক রফিক ও হেলপার পালিয়ে যায়।যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সোহেলসহ বেশ কয়েকজন

বলেন,১২/১৩ জন যাত্রী নিয়ে ওই বাসটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়।বাসটি উল্টে খাদে পড়ে যাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি।এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়।এসময় আহত অবস্থায় ৪/ ৫ যাত্রীকে মতলব দক্ষিণ উপজেলা ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে রয়েছে নাদিম(২০),আলী হোসেন (৩৮),সাথী আক্তার (২৭) ও তার কণ্যা মাইশা।অন্যান্যদের নাম পরিচয় ওই মুহূর্তে জানা সম্ভব হয়নি। তবে এরিপোর্ট লিখা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের সাব অফিসার ইউসুফ আলী বলেন,দূর্ঘটনার খবরটি পাওয়ার ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজে অংশ নেন।তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ