আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:১৪

হারামীদের থেকে দেশকে মুক্ত করতে হবে : কর্ণেল অলি

58 Views

চাঁদপুরের মতলব উত্তরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, হিন্দুস্থানের দালালদের থেকে দেশকে পুরোপুরি মুক্ত রাখতে হবে। এসময়, দেশে থাকা সাপের মতো চামড়া বদলানো হারামীদের কাছ থেকেও সকলকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্নেল (অব.) অলি বলেন, বাংলাদেশ গরিব দেশ না, কিন্তু রাজনীতিবিদরা হচ্ছে দুর্নীতিবাজ। আমি মুক্তিযুদ্ধা হিসেবে বলে যাচ্ছি এরা প্রথমে নমিনেশন চায় তারপর, পাস করে তাদের বাড়ির প্রয়োজন, গাড়ি প্রয়োজন তারপর তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশটাকে গরিব বানিয়ে ফেলে। আওয়ামী লীগ যদি বাংলাদেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার পাচার না করত তাহলে বাংলাদেশ ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হত।

তিনি আরও বলেন, দেশের যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে আগে আপনাদের পরিবর্তন হতে হবে। আপনারা মার্কা দেখে নয় যে আপনাদের সুখে থেকে পাশে থাকবে যাকে সব সময় পাশে পাবেন এবং প্রার্থীর যোগ্যতা থেকে প্রার্থীকে ভোট দেবেন। ধর্মীয় অনুশোচনা মেনে চলবেন।

তিনি বলেন, আমি এদেশে কয়েকবার এমপি মন্ত্রী হয়েছি। আমি যদি চেষ্টা করতাম আমিও হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমি সেটা চাইনি, আমি চেয়েছি আল্লাহর পথে, নবী-রাসুলের দেখানো পথে চলতে। সুতরাং নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। যেন আল্লাহ হারামিদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত রাখে। আপনার ছেলে-মেয়েদের গুলি করে হত্যা করেছে, ভারতের দাসত্ব করেছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে।

প্রধান বক্তা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত। আমাদের পানির সঠিক হিস্যা দিচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতৃত্বে সরকার গঠন হয় তাহলে আমরা সঠিক হিস্যা নিশ্চিত করব। সীমন্ত হত্যা বন্ধ করব, ফেলানীর মতো আর সীমান্ত হত্যা হতে দেব না।

এ সময় আরও বক্তব্য দেন- এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, মতলব উত্তর এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধানসহ কেন্দ্রীয় ও স্থানীয় এলডিপির নেতাকর্মীরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ