আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:২৭

কেএফটি কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

227 Views

চাঁদপুরের মতলব দক্ষিণে চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে ও আচ্ছা উপজেলা শ্রেষ্ঠ হওয়ায় আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উপজেলার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানকে ( স্কুল ২৯ টি মাদ্রাসা ১৭ টি) পিছনে ফেলে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জনই সন্তোষজনক মার্ক ( নাম্বার) নিয়ে পাশ করেছে। তন্মোধ্যে ১৮ জনই জিপিএ -৫ পেয়েছে। ১ জন ছাত্র অসুস্থতার কারনে পরীক্ষায় অংশ নিতে পারেনি।তবে সে সবগুলো বিষয়ে জিপিএ -৫ পেয়েছে।

একদিকে প্রথমবারের এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ১৩ জুলাই ( রবিবার) বেলা ১২ টায় কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠান

প্রধান সাবেক সচিব মোঃ জাকির হোসেন কামাল বলেন, কেএফটি’র প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস এর অকৃপণ দান, সময়োপযোগী সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালিত হয়। শিক্ষা ক্ষেত্রে মতলবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কেএফটি পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে আরও ভালো করার জন্য আমরা সচেতন আছি।

তিনি বলেন, প্রয়োজন মহান আল্লাহর রহমত, জনগণের সমর্থন। প্রথম বছরের ফলাফলে আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত তবে সম্পূর্ণ সন্তুষ্ট নই। আমরা থেমে বা থমকে যেতে চাই না। মতলবের সচেতন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষীগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে আরও ভালো ফলাফল অর্জন করে মতলবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মাজহারুল ইসলাম, অভিভাবক আব্দুল হান্নান অপু।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ