আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩০

মতলব বাজারে ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা

225 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে মায়াবী ভেটেরিনারি নামক একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহিনা পৃথুলা।

অভিযানে মায়াবী ভেটেরিনারি ফার্মেসীতে প্যাকেট জাত খাদ্য খোলা অবস্থায় বিক্রি এবং দোকানে থাকা কর্মচারীদের প্রশিক্ষণ না থাকায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর অপরাধে ওই ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের খান ভ্যাটেরিনারী ফার্মেসীসহ একাধিক ফার্মেসীতে অভিযান পরিচালিত হয়। এসব ফার্মেসীগুলোকে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ মেনে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, মতলব দক্ষিণ থানার এস আই জালাল উদ্দিন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ