আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:০৩

এপিবি’র সেক্রেটারি হলেন অধ্যাপক শামীম আহমেদ

309 Views

অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক মতলব উত্তরের সন্তান ডা. শামীম আহমেদ।

সম্প্রতি এপিবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে (ইসি) চেয়ারম্যান করা হয় অধ্যাপক ডা. আছিয়া খানমকে। কমিশনে অধ্যাপক ডা. মো. রফিকুল আলম সদস্য ও অধ্যাপক ডা. এ. কে. এম. মতিউর রহমান ভূঞা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কশিনের তত্ত্বাবধানে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শামীম আহমেদ।

অধ্যাপক ডা. শামীম আহমেদ মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান। তিনি ১৯৭২ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৮ সালে সিঙ্গাপুর থেকে রিউমাটোলজীতে ফেলোশিপ সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক এবং মেডিসিন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকার সময়ে তাঁর সার্বিক চিকিৎসার দায়িত্বও পালন করেছিলেন তিনি। পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. শামীম আহমেদ বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি (৩ নং) হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ