চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন সাপে কাঁটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাঁটার এন্টিভেনোম রোগির তুলনায় খুবই কম আসে। জনগনের স্বাস্থ্যসেবা প্রদানকে চিন্তা করে মতলব উত্তর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় এন্টিভেনম ক্রয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে। কাউকে বিষধর সাপে কেটেছে সন্দেহ হলে সময়ক্ষেপণ না করে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।