আজ শুক্রবার

১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:০২

ছেংগারচরে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

110 Views

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজারে চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করেছে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সৌদি প্লাজার দোতালায় নতুন কলেবরে মিলাদ ও দোয়ার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্ধোধণ করা হয়েছে।

এসময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাউসার মেহেদী, সাবেক কাউন্সিলর শাহজাহান মোল্লা ও হারিজ খান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনোলজিস্টদের সমন্বয়ে এই ডায়াগনস্টিক সেন্টারটি এলাকার মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সেন্টারটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সর্বাধুনিক ডিজিটাল হরমোন অ্যানালাইজার মেশিনসহ চিকিৎসেবায় ব্যবহৃত আধুনিক নানান যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে,
যার মাধ্যমে রোগীরা নির্ভুল পরীক্ষার রিপোর্ট কমসময়েই হাতে পাবেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, “সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” ভবিষ্যতে মানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, জনগণের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য, আর এ সেবার মাধ্যমে প্রতিটি রোগীর কাছে সঠিক ও নির্ভরযোগ্য রিপোর্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ