আজ বুধবার

২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:০০

ছেংগারচর পৌরসভার ৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা

152 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৩ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৬১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ কুলসুম মনি বাজেট ঘোষণা করেন। বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতি:দা:) ইউসুফ আলী।

প্রস্তাবিত বাজেটে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৩০৬ টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি (বিভিন্ন প্রকল্প হতে)২৬ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৩০৬ টাকা এবং উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা। ফলে বাজেটে ৫ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৬১২ টাকার উদ্বৃত্ত রয়েছে। বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মাহবুবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অতি:দা:) মোঃফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার, যুব উন্নয়ন কর্মকিহর্তা মোঃ তারিক মাহমুদ হোসেন, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী মো.মান্নানুল ইসলাম, হিসাবরক্ষক সোহরাব হোসেন, গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পৌর প্রশাসক মাহমুদ কুলসুম মনি বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বাজেট বাস্তবায়ন করা হবে।
পৌরসভার জনসাধারণের জীবনমানের উন্নতি ঘটবে। পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং ছেংগারচর পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

তিনি আরও জানান, তিনি পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় জনগণ সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সঠিক সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!