চাঁদপুরের মতলব উত্তরে রাসেল ভাইপারের দংশনের পর
এন্টিভেনমে জীবন ফিরে পেয়েছেন ৭০ বছরের জাদ্দাল দেওয়ান। তিনি উপজেলার বোরোচর এলাকার বাসিন্দা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় রাসেল ভাইপারের আক্রমনের শিকার হয়ে তিনি। এরপর ওঝার মাধ্যমে চেষ্টা করে কোন ফলাফল না পেয়ে বিকেল ৫ টায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা।
জানা যায়, উপজেলায় কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা: হাসিব ও ডা: মোবারক হোসেন রোগীর দেহে এ্যান্টিভেনম পুষ করেন। এ সংবাদ লেখা পর্যন্ত আক্রান্ত ব্যাক্তি আগের থেকে সুস্থতা অনুভব করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলমান আছে বলে জানা গেছে।
বর্তমানে সাপের কামড়ের অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে ওঝা বা বৈদ্যর কাছে নিয়ে কেবলমাত্র সময় নষ্টই হয় না, রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই ওঝা বা কবিরাজের কাছে নিয়ে না গিয়ে সাপে কাটার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে বিনামূল্যে ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।