আজ বুধবার

১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:২১

মতলব উত্তরে সড়ক নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান

222 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষি জমি রক্ষা ও সড়ক নিয়ন্ত্রনের উদ্যোগ নিয়েছে ভূমি প্রশাসন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার নয়াকান্দি, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ 

এময় বিভিন্ন সড়ক ও বেড়িবাঁধ নষ্ট করে স্থাপিত অবৈধ ড্রেজিং পাইপসহ ড্রেজার মেশিন বিনষ্ট ও অপসারণ করে প্রশাসন। উপজেলা প্রশাসনের এ কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল। 

সচেতন মহলের বলছে, উপজেলার বিভিন্ন স্থানে মতলব উত্তরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সড়কে গলার কাঁটার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অবৈধ পাইপলাইনগুলো। এক শ্রেণীর অসাধু মহল এটি নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। তাই প্রশাসনের এমন অভিযান চলমান রাখার প্রত্যাশা করেন তারা।

এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুলতানাবাদ ইউনিয়নের চরপাতালিয়া বেড়িবাঁধে দুর্ঘটনায় নবাগত সহকারী কমিশনার (ভুমি) মো. রহমত উল্লাহ মতলব টুডে ডটকমকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ