চাঁদপুরে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাম দা এবং ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।