আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:২৩

মতলবের বেড়িবাঁধে অবৈধ পাইপ, দুই গাড়ির সংঘর্ষে অগ্নিকাণ্ড

291 Views

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধে দুই গাড়ির মধ্যে সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সুলতানাবাদ ইউনিয়নের চরপাতালিয়া বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত গাড়িটির মালিক সরোয়ার। চালক ছিলেন মোহাম্মদ আজাদ।

তথ্যমতে জানা যায়, বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুর পাইপলাইন ছিলো। এসময় চলন্ত একটি প্রাইভেটকার পাইপলাইনের লাইন দেখে স্লো করলে পিছল থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এসময় মাইক্রোবাসে গ্যাস লিক হয়ে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায় মুহুর্তেই। খবর পেয়ে ঘটনস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে মতলব উত্তর ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, সকালে সরকারি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। আগুনে ওই গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

সচেতন মহলের বলছে, ঘটনাস্থলে থাকা অবৈধ পাইপলাইনের কারণে এই দূর্ঘটনা ঘটেছে। মতলব উত্তরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সড়কের প্রায় ২০টি স্থানে গলার কাঁটার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই পাইপলাইনগুলো।

ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু হরহামেশা প্রশাসনের অভিযান থাকলেও এর স্থায়ী কোন প্রতিকার হয়নি। তাই দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নবাগত সহকারী কমিশনার (ভুমি) মো. রহমত উল্লাহ মতলব টুডে ডটকমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ