চাঁদপুরের মতলব উত্তরে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ আরাফাত ইসলাম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রের খোঁজ মিলেছে।
আরাফাত ইসলামের স্বজনরা জানায়, গতকাল স্কুল থেকে ফেরার পথে অজ্ঞাত জনৈক মহিলা তাকে সম্মোহিত করে নিয়ে যায়। এরপর নারায়ণগঞ্জে গিয়ে জ্ঞান ফিরে আরাফাতের। সেখানে সারারাত ঘাটে অপেক্ষা করার পর ভোরে লঞ্চযোগে চাঁদপুরে পৌছায় সে। সেখান থেকে মতলবে আসলে সিএনজিতে তার বাড়িতে পৌছে দেয়া হয়।
এর আগে, গতকাল রোববার (১৯ অক্টোবর) সকালে স্কুলড্রেস পড়ে ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় সে। তার স্বজনরা মতলব টুডে ডটকমকে জানায়, সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরেনি আরাফাত। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আর সন্ধান মেলেনি তার। আরাফাত কলাকান্দা ইউনিয়নের সাতআনী গ্রামের খোকন গাজীর ছেলে।
 
							 
															 
			 
		 
		 
															 
		 
		 
		 
		 
		 
															 
		 
		 
		