আজ শুক্রবার

৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:৪৭

মতলব উত্তরে ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা

2219 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম শামীমা আক্তার (১৩)।

জানা যায়, উপজেলার জামালপুর চামড়াকান্দি সরকার বাড়ি এলাকায় সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শামীমা নিজ বসতঘরের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সময় শামীমা একাই রুমে ছিল। রাতের খাবারের সময় তার মা সোনিয়া আক্তার তাকে ডাকতে গিয়ে দেখে, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর চিৎকার করলে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা ছুটে আসে।

ঘটনার সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহত শামীমা জামালপুর চামড়াকান্দি সরকার বাড়ির সুমন সরকার ও সোনিয়া আক্তারের মেয়ে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ