চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক-এর দিকনির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন-১, এএসআই রবিউল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে মো. মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ (৫৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মফিজ উদ্দিন সরকার শ্যামপুর থানার মামলা নং–৩৪(০১)০৪ এবং দায়রা মামলা নং–২৫৪/১৬-এর আসামি। আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি মো. রবিউল হক বলেন, “আইনের চোখে কেউ অপরাধ করে কখনোই পার পাবে না। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে মতলব উত্তর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।